১৯ জুলাই ১৯৭১ঃ পূর্ব পাকিস্তানের জন্য আমদানীকৃত পণ্য সামগ্রী করাচী থেকে প্রেরন শুরু
মার্চ মাসের রাজনৈতিক অস্থিরতার জন্য কতক জাহাজ পূর্ব পাকিস্তানের জন্য আমদানীকৃত পণ্য সামগ্রী চট্টগ্রাম এবং চালনায় খালাসে সক্ষম না হওয়ায় তা করাচী বন্দরে খালাস হয়েছিল। সে সকল মালামাল এমভি কাউখালি এবং এমভি পাসনী যোগে চট্টগ্রাম ও চালনায় খালাস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বন্দর হতে আসা এমভি কাউখালিতে রিলিফ সামগ্রীও আছে। এমভি পাসনী লোহাজাত সামগ্রী আনা হয়েছে। এমভি পুসার নামে আরেকটি জাহাজ চালনায় নোঙ্গর করার অপেক্ষায় আছে। পরে এ জাহাজে করে ইউরোপের কয়েকটি দেশের জন্য রপ্তানি মালামাল নেয়া হবে।