You dont have javascript enabled! Please enable it! 1971.09.03 | ডা. মালিক নতুন গভর্নর হিসেবে শপথ নেন - সংগ্রামের নোটবুক

শপথ

ডা. মালিক নতুন গভর্নর হিসেবে শপথ নেন এদিন। তাকে শপথ পাঠ করায় তৎকালীন প্রধান বিচারপতি বিএ সিদ্দিকী।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলো লেফটেন্যান্ট জেনারেল নিয়াজী, প্রাক্তন গভর্নর সুলতানউদ্দিন আহমদ ও আবদুল মোনায়েম খান(দেড় মাস পরেই নিহত),  জামাত সভাপতি গোলাম’আযম, কাউন্সিল মুসলিম লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাসেম, কনভেনশন মুসলিম লীগের কেন্দ্রীয় সভাপতি ফজলুল কাদের চৌধুরী, কাইউম মুসলিম লীগের সাধারণ সম্পাদক খান এ. সবুর, প্রাদেশিক কনভেনশন মুসলিম লীগ সভাপতি শামসুল হুদা,পিডিপি নেতা ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া ( বিএনপি নেতা কামাল ইবনে ইউসুফ এর পিতা), কেএসপি সভাপতি এসএম সোলায়মান, প্রাক্তন জাতীয় পরিষদের স্পীকার আবদুল জব্বার খান(রাশেদ খান মেননের পিতা), জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি পীর মোহসেন উদ্দিন দুদু মিয়া ( মোস্তাকের ডেমোক্রেটিক লীগ), আইউবের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী (জিয়ার উপদেষ্টা) কাজী আনোয়ারুল হক, আইউবের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হাফিজুদ্দিন,আইউবের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এআরএস দোহা, সাবেক প্রাদেশিক মন্ত্রী কিউএম রহমান, আইউবের প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী নওয়াব হাসান আসকারী(জিয়ার আমলে পাকিস্তানী নাগরিক হন), এমএম ইস্পাহানী, শিপিং করপোরেশনের চেয়ারম্যান বিচারপতি আমিন আহমদসহ বিভিন্ন ব্যক্তিরা। শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগ (বিদ্রোহী) জাতীয় পরিষদের সদস্য জহিরুদ্দিন (জিয়ার রাষ্ট্রদূত) ও উপস্থিত ছিলেন।