১৯ জুলাই ১৯৭১ঃএকদল ব্রিটিশ সাংবাদিকদের সাথে ইয়াহিয়া খানের সাক্ষাৎকার
ইসলামাবাদে একদল ব্রিটিশ সাংবাদিককে সাক্ষাৎ দেয়ার সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বলেছেন বিদ্রোহীদের ঘাটির সাহায্যার্থে ভারত যদি পূর্ব পাকিস্তানের কোন এলাকা অবরোধ করে তবে পাকিস্তান ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হবে। তিনি বলেন পাকিস্তান আর একা নয় পাকিস্তানের সাথে আছে চীন। ইয়াহিয়া আরও বলেন তার দেশ পূর্ব পাকিস্তানে জাতিসংঘ পর্যবেক্ষক মোতায়েনে রাজী আছে। তিনি বলেন শরণার্থী প্রত্যাবর্তনে পাকিস্তানকে ইন্দিরা গান্ধীর সাহায্য করা উচিত। তৃতীয় কোন দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে চাইলে তার দেশ তাতেও রাজী আছে। তিনি বলেন গোপন সামরিক আদালতে শেক মুজিবের বিচার শীঘ্রই শুরু হবে। শেখ মুজিব দেশী বিদেশী আইনজীবী নিতে পারবেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগের সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত তবে প্রেসিডেন্ট সাজা রিভিউ করতে পারবেন।