আতাউর রহমান খান
২৬ মার্চ থেকেই পাকিস্তান ন্যাশনাল লীগ (৭০ ও ৭৩ এর নির্বাচনে লাঙ্গল প্রতীক) পাকিস্তানের অখণ্ডতার পক্ষে সমর্থন দিয়া আসছিল। দলের সভাপতি আতাউর রহমান খান দেশের ভিতরেই স্বাভাবিক চলাফেরাতেই ছিলেন। দলের সাধারন সম্পাদক শাহ আজিজুর রহমান এক ধাপ উপরে সরাসরি পাকিস্তানের পক্ষে জেহাদে নেমেছিলেন। কি কারনে আতাউর রহমানকে জুন মাসের ২৪ তারিখে সামরিক সরকার গ্রেফতার করে এবং এই দিনে সাধারন ক্ষমায় মুক্তি দেয় জানা যায় নাই। মুক্তির পর আতাউর রহমান মন্ত্রীর সমান পুলিশ প্রটেকশন পাইতেন। তবে আতাউর রহমান দেশ স্বাধীনের পর দালাল আইনে গ্রেফতার হন নাই।