You dont have javascript enabled! Please enable it! সেপ্টেম্বর –ডিসেম্বর ১৯৭৩ঃ যুদ্ধবন্দী প্রত্যাবর্তন পাকিস্তান - সংগ্রামের নোটবুক

সেপ্টেম্বর –ডিসেম্বর ১৯৭৩ঃ যুদ্ধবন্দী প্রত্যাবর্তন পাকিস্তান ( ভারতীয় বন্দী) 
৭২ সালের প্রথমেই ভারত তার দেশে নেয়া কিছু গুরুতর যুদ্ধাহত পাকিস্তানী যুদ্ধবন্দী শুভেচ্ছার নিদর্শন স্বরূপ ছেড়ে দেয়। এর কিছুদিন পর পাকিস্তান অনুরূপ কিছু যুদ্ধবন্দী ছেড়ে দেয় এ গ্রুপে আহতের বাহিরেও সুস্থ বন্দী ছিল। নভেম্বরে ঈদের শুভেচ্ছা হিসেবে ভারত আরও যুদ্ধবন্দী ছেড়ে দেয়। পাকিস্তানের কাছে ভারতীয় যুদ্ধবন্দী তেমন গুরুত্বপূর্ণ ছিল না। এরা সংখ্যায় অনেক কম ছিল। পাকিস্তানের টার্গেট ছিল ৪ লাখ বাঙালী। বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য জাতিসংঘের ও রেডক্রসের মাধ্যমে যখন রেজিস্ট্রেশন করা হয় তখন সংখ্যা দাড়ায় আড়াই লাখের মত। জুলাইয়ে সিমলা চুক্তির পর অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হতে ২ মাস লেগে যায়। সেপ্টেম্বরে পূর্ণোদ্দমে শুরু হয় বন্দী বিনিময়। টিক্কা খান প্রথম ব্যাচের বন্দী মুক্ত করা উদ্বোধন করেন। এসময়ে ভারতীয় বন্দীদের পড়নে একই রকম পাকিস্তানী পোশাক দেখা যায়। এ সময় মাইকে পাঞ্জাবী সঙ্গীত বাজানো হয়। সংখ্যায় কম বলে এবং কিছু অফিসার থাকায় ভারতীয় বন্দীদের আত্মীয় স্বজনেরা বন্দীদের জিরো লাইন থেকেই গ্রহন করেন।