You dont have javascript enabled! Please enable it!

শরণার্থী মিশনের বিলম্বে ভারতে আসার কৈফিয়ৎ

সুদেব রায় চৌধুরী 

পেটরাপােল সীমান্ত, ৯ মে-রাষ্ট্রপুঞ্জের মিশন ভারতে আসতে এত দেরি করল কেন? এ সম্পর্কে প্রশ্নকরা হলে রাষ্ট্রপুঞ্জের শরণার্থী মিশনের একজন মুখপাত্র জানান, এই মিশন ভারতে আদৌ আসবে কিনা তা নিয়ে রাষ্ট্রপুঞ্জের সেকরেটারি জেনারেল শ্রী উথানট প্রথমে কোন সিদ্ধান্ত নিতে পারেননি। প্রশ্ন-২৫ মার্চ রাত্রে ঢাকায় পাকফৌজ পাইকারী হারে গণহত্যা শুরু করে এবং তার পর থেকেই বাংলাদেশ থেকে ভারতে শরণার্থী আসতে শুরু করে। বর্তমানে দৈনিক ৫০ হাজার শরণার্থী ভারতে আসছে। অথচ রাষ্ট্রপুঞ্জ প্রায় দেড় মাস পরে ওই মিশন পাঠাল কেন?

এর জবাবে ওই মুখপাত্র বলেন, সংবাদপত্রেও আমরা এই তথ্য জানতে পেরেছি। তবে মাত্র দশদিন আগে রাষ্ট্রপুঞ্জের শরণার্থী মিশনের হাই কমিশনার প্রিন্স সদরুদ্দীন (ইরান) আগাখান ভারতে ওই মিশন পাঠাবার কথা তাদের জানান। সিদ্ধান্ত নেবার সঙ্গে সঙ্গেই তারা ভারতে চলে এসেছেন।

১০ মে ‘৭১

Reference: ১০ মে ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা