১৬ জুলাই ১৯৭১ঃ রাজশাহীতে গোলাম আজম
অধ্যাপক গোলাম আজম রাজশাহীতে স্থানীয় পৌরসভা হলে সুধী সমাবেশে বলেন যাদের নিজেদের শক্তি নেই তারা ভারতের উপর ভড় করে স্বাধীনতা চায়। তিনি প্রশ্ন করেন ভারতের সাহায্যে স্বাধীনতা হলে তাদের অধীনতা থেকে কিভাবে স্বাধীনতা লাভ করা সম্ভব হবে। তিনি বলেন হিন্দুরা মুসলমানের বন্ধু এমন কোন প্রমান ইতিহাসে নেই। তারা চিরকাল ই মুসলমানের সাথে দুশমনি করে আসছে। তিনি বলেন বাঙালি অবাঙ্গালী প্রশ্ন তুলে মুসল মান্দের মধ্যে বিভেদ সৃষ্টি করার মত কৃতিত্ব ভারতের। এই সময়ে তার সাথে ছিলেন পশ্চিম পাকিস্তান থেকে নির্বাচিত জামাত এমএনএ নাজির আহমেদ ও কেন্দ্রীয় নেতা রাজা মোহাম্মদ বাসারাত। সভায় সভাপতিত্ব করেন মুসলিম লীগের সাবেক এমএনএ আইন উদ্দিন।