You dont have javascript enabled! Please enable it!

১৬ জুলাই ১৯৭১ঃ রাজাকার পাসিং আউট কুষ্টিয়া 
হাজারো জনতা এবং সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে কুষ্টিয়া ইউনাইটেড স্কুলের মাঠে সকালে রাজাকার ও মুজাহিদ দের পাসিং আউট প্যারেড সম্পন্ন হয়েছে। ২০০০ রাজাকারের প্যারেডে শান্তি কমিটি সভাপতি সাদ আহমেদ স্যালুট গ্রহন করেন। সাদ আহমেদ তার বক্তব্বে তাদের স্বাগত জানিয়ে বলেন তারা ভারতীয় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মাতৃভূমি রক্ষায় নিজেদের উজার করে দিবে। শত্রুদের বিরুদ্ধে তাদের পাথরের মত ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে রাজাকাররা পাকিস্তান জিন্দাবাদ কায়েদে আজম জিন্দাবাদ স্লোগান সহ সমগ্র শহর প্রদক্ষিন করে।