You dont have javascript enabled! Please enable it! এপ্রিল ১৯৭১ঃ সুপার নিউক্লিয়াস  - সংগ্রামের নোটবুক

এপ্রিল ১৯৭১ঃ সুপার নিউক্লিয়াস 
নির্বাচনে জয়লাভের পর আওয়ামী লীগকে ক্ষমতা দিতে গড়িমসি করায় সারা দেশের মানুষ বিক্ষুব্দ হয়ে উঠে। মহল্লায় ইউনিয়নে থানায় গড়ে উঠে সংগ্রাম পরিষদ। পাশাপাশি গড়ে উঠে প্রতিরোধ যোদ্ধা। সারা দেশে এরকম কয়েক লাখ প্রতিরোধ যোদ্ধা গরে উঠে। এরকমই স্বাধীনতাকামী একটি ছোট দল হল এটি। এদের সুপার নিউক্লিয়াস বলা যেতে পারে কারন এরা নিজেরাই নিজেকে গড়ে তুলেছে। বার্তা সংস্থা এপি এর ক্যামেরায় ধরা পড়েছে এ দলটি। লুঙ্গি পড়া এ যুবক তাদের সাথে অনর্গল ইংলিশে কথা বলে।যুবকটির নাম সৈয়দ ইসা। তিনি পশ্চিমবঙ্গের বশির হাট সীমান্তে সাক্ষাৎকার দিচ্ছেন। এলাকাটি সাতক্ষীরার ভোমরা সীমান্ত।