আমি সিরাজুল আলম খান এর ভুল গুলো – ২৬ঃ
সিরাজুল আলম খান বলেছেন ৭০ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে নিউক্লিয়াস এর কথা শেখ মুজিবকে জানাই। ভারত থেকে অস্র আনতে বলি। আমাদের সাথে কথা বলার পর উনি লন্ডন যান।সত্য ঘটনা হল শেখ মুজিব নভেম্বরের প্রথম সপ্তাহে পুরোটা সময় ঢাকার বাহিরে ছিলেন। তিনি ২ তারিখেই সিলেট রওয়ানা দেন। ছোট খাটো সমাবেশ করে ৫ তারিখ সিলেট ৬ তারিখ সুনামগঞ্জ, হবিগঞ্জ কুমিল্লা লাকসাম সফর করেই ১০ তারিখ অতিক্রান্ত হয়ে যায় এর পর রাজবাড়ী গোপালগঞ্জ মংলা দুর্গত এলাকা সফর করেই ঢাকায় আসেন ২৫ নভেম্বর। এসময় কোথায় কিভাবে বৈঠক করলেন বোধগম্য নয়। ভারত থেকে অস্র আনার বিষয়ে তাদের পরামর্শে নভেম্বরে শেখ মুজিব লন্ডন যান এটা ডাহা মিথ্যা কথা। শেখ মুজিব লন্ডন সফর করেন ৬৯ এর অক্টোবরে আর তা করা হয় সিরাজ রাজ্জাকের জন্য নহে সে সফর ছিল চিত্তরঞ্জন সুতার ও কালিদাস বৈদ্য এর প্ররোচনায়। এটি লন্ডন ষড়যন্ত্র নামে পরিচিত। ১৯৭০ সাল পর্যন্ত এ ষড়যন্ত্র পশ্চিম পাকিস্তানীরা জানতো না। ৭১ এ কোন কোন নেতা তাদের বক্তব্য এ তা প্রকাশ করেছেন। (কালিদাস বৈদ্য, শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য ও বই পুস্তকে এ বিষয়ে বিস্তারিত আছে।)