আমি সিরাজুল আলম খান এর ভুল গুলো-২৫ঃ
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ প্রসঙ্গে সিরাজুল আলম খান বলেছেন তার নিউক্লিয়াসরা মাঠ থেকে যে রিপোর্ট পাঠায় তাতে ক্লিয়ার মেজরিটি পাওয়ার হিসাব পাওয়া যায় তিনি শেখ মুজিবকে ১৬৭ টি আসনে জয়লাভ করার কথা বলেছিলেন। কিন্তু শেখ মুজিব ১৫০ টি সিট পাওয়ার ব্যাপারে ভাবেননি। ঘূর্ণি দুর্গত এলাকায় পরে নির্বাচন হয় সেখানেও সব কটি আসনে আওয়ামী লীগ জেতে। একথা সত্যি যে এ ধরনের পূর্বাভাস সকল নেতাই দিয়েছিলেন। মনোনয়ন বাছাইয়ের আগেই তিনি সংখ্যাগরিষ্ঠতার ব্যাপারে এতই নিশ্চিত ছিলেন কোন জোট গঠনের বা সমঝোতার চেষ্টাই করেননি। মোজাফফর ন্যাপ সমঝোতা বা জোটের প্রস্তাব দিয়েছিল। শেখ মুজিবের কার্যক্রমেই বারবার তা এসেছে। তিনি ১৮ নভেম্বর থেকে কোন নির্বাচনী প্রচারনাই চালাননি।
ডিসেম্বরেই বিদেশী পত্রিকা গুলি আওয়ামী লীগের নিরুঙ্কুশ বিজয়ের ধারনা দিতে থাকে। এবং সম্ভাব্য শাসন তান্রিক সমস্যা নিয়েও আলোকপাত করতে থাকে। নির্বাচন পরবর্তী কয়েকটি সাক্ষাৎকারে তিনি কাউকে কাউকে বলেছিলেন ফজলুল কাদের চৌধুরী, সালাম খান, খান সবুরের আসন তিনি আশা করেননি। তিনি তার মামা এবং মামা শ্বশুর পিডিপি নেতা সালাম খানের আসনে (গোপালগঞ্জ আসনে) প্রতিদ্বন্দ্বিতা করেননি। তা ছাড়া তিনি তার দলের অনুগত প্রায় ১৫-২০ টি আসন তিনি পশ্চিম পাকিস্তানে আশা করেছিলেন। ২৪ মার্চ পর্যন্ত আওয়ামী লীগকে পশ্চিম পাকিস্তান থেকে দল ও স্বতন্ত্র মিলে ৩৫ জন সদস্য সমর্থন করেন। ঘূর্ণি দুর্গত এলাকায় পরে নির্বাচন হয় সেখানেও সব কটি জাতীয় আসনে আওয়ামী লীগ জিতে কিন্তু একটি প্রাদেশিক আসনে একজন হেরে যায়। সিরাজুল আলম খানের এখানে পাণ্ডিত্য দেখানোর কিছু নেই।