১৬ জুলাই ১৯৭১ঃ যুক্তরাষ্ট্র –
পদ্মায় অস্র উঠাতে ডকারফের অসম্মতি এবং প্রতিনিধি পরিষদে সাহায্য স্থগিতের সিদ্ধান্ত। মার্কিন যুক্ত রাষ্ট্রের বালটিমোরে নোঙ্গর করা ৮৮৫৫ টনের মালবাহী জাহাজে ডকাররা মাল উঠাতে অস্বীকৃতি জানিয়েছেন। এ জাহাজেই অস্র লোড করার কথা ছিল। লং শোর ম্যান এসোসিয়েশন এর সভাপতি ডকারদের মাল উঠাতে নিষেধ করেছেন। উক্ত ইউনিয়ন পাকিস্তান বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। অপর দিকে মার্কিন প্রতিনিধি সভার পররাষ্ট্র বিষয়ক কমিটি রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তানে সকল প্রকার সাহায্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারা আশা করেন পুরনাঙ্গ কমিটি এ সিদ্ধান্ত বহাল রাখবে। কমিটিতে প্রস্তাবটি ১৭-৬ ভোটে পাশ হয়। এক্ষনে কমিটিতে প্রেসিডেন্ট কে পরিদর্শন টিমের রিপোর্ট দ্বারা সন্তস্ত করতে হবে যে টিম পূর্ব পাকিস্তানে স্বাভাবিক অবস্থা প্রতিষ্ঠা এবং শরণার্থী পুনর্বাসনে পাকিস্তান সরকার পুরোপুরি সহযোগিতা করছে। কমিটির এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান কর্নেলিয়াস গেলাঘর এ সিদ্ধান্ত গ্রহনে ভুমিকা রাখেন। তিনি এর আগে ভারত সফর করেছিলেন।