১৫ জুলাই ১৯৭১ঃ কোয়েটায় আসগর খান
তেহরিক এ ইস্তেকলাল পার্টি সভাপতি এয়ার মার্শাল অবঃ আসগর খান কোয়েটায় বলেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ উড়িয়ে দেয়া যায় না তবে এ মুহূর্তে সম্ভাবনা নেই। ভারতে উগ্রপন্থী দল এখনি যুদ্ধ কামনা করছে কিন্তু ক্ষমতাসীন দল নরমপন্থী বিধায় তা সহজে হচ্ছে না। তারা চাচ্ছে যুদ্ধ ছাড়া পাকিস্তানকে দুর্বল করা। কিন্তু তারা বর্তমান অবস্থা বেশীদিন সহ্য করবে মনে হয়না। পাকিস্তান চীন সম্পর্ক এবং সিল্ক রুট চালু হওয়ায় কিছু পশ্চিমা দেশ পাকিস্তানের উপর ক্ষুব্ধ। তিনি বলেন পূর্ব পাকিস্তান সমস্যা কেবল দেশের সংহতিই নয় কাশ্মীর সমস্যারও ক্ষতি করেছে। ইহা এখন পর্দার আরালে চলে গেছে।