১৫ জুলাই ১৯৭১ঃ ঢাকায় অস্ট্রেলিয়ান ও কানাডিয়ান এমপি
অস্ট্রেলিয়ান এমপি রীড রেডিও পাকিস্তানের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন পূর্ব পাকিস্তানী শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনের সুবিধার্থে ভারতকে সীমান্ত উত্তেজনা বন্ধ করতে হবে। তিইনি বলেন তিনি উভয় দিক থেকেই সীমান্ত পরিস্থিতি দেখেছেন এবং কয়েকটি অভ্যর্থনা শিবির পরিদর্শন করেছেন। এ সকল অভ্যর্থনা শিবিরের সুবিধা তাদের জানা থাকলে তারা অধিক হারেই দেশে ফিরিত। তিনি বলেন তিনি উপকূলীয় এলাকার পুরোটাই ঘুরে দেখেছেন। দেশ এখন স্বাভাবিক আছে বলে তিনি বিশ্বাস করেন। ৩ সদস্য বিশিষ্ট কানাডীয় সংসদীয় প্রতিনিধিদল চট্টগ্রাম সফর করে। তারা শহরের বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। সেখানে তারা কানাডীয় মিশনারি ও ব্রিটিশ নাগরিকদের সাথে আলাপ করেন। পরে তারা কালুরঘাট সফর করেন। পরে তারা পোর্ট চেয়ারম্যানের সাথে বৈঠক করেন। সন্ধায় তারা করাচীর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন