You dont have javascript enabled! Please enable it! আমি সিরাজুল আলম খান এর ভুল গুলো -২৩ঃ বাংলাদেশ নামকরন - সংগ্রামের নোটবুক

আমি সিরাজুল আলম খান এর ভুল গুলো -২৩ঃ বাংলাদেশ নামকরন

সিরাজুল আলম খান বলেছেন ২১ ফেব্রুয়ারী বাংলা একাডেমীতে শেখ মুজিব আসবেন এবং সেখানে বাংলাদেশ নামকরন নিয়ে বক্তৃতা দিবেন। শেখ মুজিব তাকে এবং রাজ্জাককে তার বাসায় ডাকলেন তারা দেশের নাম ঠিক করে গেলেন বাংলাদেশ। তিনি কাপড় পড়তে পড়তে তাদের জিজ্ঞেস করেন আজকে তো নামের ব্যাপারে বলতে হবে তরা কি বলিস। ইহা একটি চরম মিথ্যা কথা তিনি প্রদেশের নাম রেখেছিলেন বাঙলা ১৯৬৯ এর ৫ ডিসেম্বর এবং আবারো ৭০ সালের জুলাইয়ে। জুলাইয়ে ছাত্র শক্তি নামে একটি সংগঠন বাংলাদেশ নামকরন নিয়ে আন্দোলনও করেছিল। (মওদুদ আহমেদ এ দলের সাবেক সভাপতি ছিলেন)। বাংলা থেকে শেখ মুজিব বাংলাদেশ নলা শুরু করেন ৭০ সাল থেকেই। ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠানটি ছিল ৭১ সালের। সেখানে দেশের নাম নিয়ে কোন কিছুই হয়নি। শেখ মুজিবের পাশাপাশি জুলফিকার আলী ভুট্টোও তার কথা বার্তায় মাঝে মধ্যে শেখ মুজিব বর্ণিত বাংলাদেশ বলা শুরু করেন ৭০ এর নির্বাচনের পর পরই।