১৪ জুলাই ১৯৭১ঃ লোক সভায় জগজীবন রাম
ভারতের প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম লোকসভায় এক লিখিত ভাষণে বলেন, পাকিস্তান একটি সাম্রাজ্যবাদী শক্তি তিনি বাংলাদেশ প্রতিষ্ঠার দাবী জানান। তিনি আশা করেন মুক্তি ফউজ শেষ পর্যন্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সক্ষম হবে। তিনি বলেন বাংলাদেশের মুক্তি বাহিনীর প্রতি তার দেশের সহানুভূতি ও সমর্থন রয়েছে। লোকসভার এই অধিবেশনে প্রতিরক্ষা বাজেটের উপর আলোচনা চলছে। ভারত সরকার এ বছরে ১২৪২ কোটি টাকার সামরিক বাজেট ঘোষণা করেছে যা পূর্ব পাকিস্তানের সামগ্রিক বাজেটের ২ গুনেরও বেশী। তিনি আরো বলেন, ভারত সরকার মনে করেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যারা পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করছেন তারা পক্ষান্তরে পাকিস্তানের সামরিক শাসকবর্গকে বাঙালী জনগণের ওপর নির্যাতন চালিয়ে যাবার উৎসাহ দিচ্ছেন। পাকিস্তানের সামরিক শাসকবর্গ বাংলাদেশের জনগণের ব্যাপারে অযথা হস্তক্ষেপ করছেন বলে সরকার মনে করছেন।