You dont have javascript enabled! Please enable it! 1971.07.14 | আমি সিরাজুল আলম খান এর ভুল গুলো – ১৯ঃ শ্রমিক লীগ গঠন - সংগ্রামের নোটবুক

১৪ জুলাই ১৯৭১ঃ আমি সিরাজুল আলম খান এর ভুল গুলো – ১৯ঃ শ্রমিক লীগ গঠন। 
সিরাজুল আলম খান বলেছেন শ্রমিক লীগ গঠনে আওয়ামী লীগ থেকে বাধা আসে। তিনিই শ্রমিক লীগ গঠনের জন্য শেখ মুজিবকে বলেছিলেন এবং তিনি নিজে ততপর হন। শেখ মুজিব তাকে সংগঠন গড়ে তোলার দায়িত্ব দেন। তাকে দায়িত্ব দেন জেলে যাবার আগে (৮ মে ৬৬)। শেখ মুজিব সম্মেলন উদ্বোধন করলেন না গেলেনও না শেখ মুজিবের বক্তব্য তার পড়তে হল। সাড়া পরে যায় শ্রমিকদের মধ্যে।  প্রশ্ন হল উনাকে এ দায়িত্ব মে ৬৬ সালে দেওয়া হলে সাড়ে তিন বছর পরে কেন সংগঠন হল। শ্রমিক লীগের প্রতিষ্ঠা নিয়ে যত লেখালেখি তাতে উনার নাম গন্ধই নাই। ৬৯ এর গন আন্দোলন পরবর্তী শ্রমিক সমাজ আওয়ামী লীগের দিকে ঝুকে পড়ে। সে সময় শ্রমিকদের মধ্যে বামপন্থীদের প্রাধান্য ছিল। সে সময় পাট কল শ্রমিক নেতা মান্নান, সাদু, আওয়ামী লীগে আসেন। তারা আসার পর এ অঙ্গ সংগঠন গড়ে তোলার তোরজোর শুরু হয়। ৬৯ এ একদল শ্রমিক নেতা ৬৯ এর আগস্টের শেষ দিকে ঢাকায় একটি স্থানে বসে আহ্বায়ক কমিটি গঠন করেন। সে বৈঠকে সিরাজুল আলম ছিলেন। এ সময় মুজিব দেশের দক্ষিনাঞ্চলে সফরে ছিলেন। এ বৈঠকে সিদ্ধান্ত হয় ১২ অক্টোবর সম্মেলন হবে। এ সময় শেখ মুজিব উত্তরাঞ্চলে সফরে ছিলেন। আর এসব ছোট বিষয়ে শেখ মুজিব সময় দিতেন না। ৭০ সালের আগে ছাত্রলীগের কোন সম্মেলনে তিনি ছিলেন না। সম্মেলনে বুদ্ধিজীবীরা যাইত। আর শ্রমিক লীগের সম্মেলন একদিন আগে ১১ অক্টোবর হয় অত্যন্ত সাদামাটা ভাবে। যেখানে আহ্বায়ক কমিটি গঠন নিয়ে পত্রিকায় সংবাদ হয়েছে সেখানে সম্মেলনের খবর পত্রিকায় থাকার কথা। এ সম্মেলনের খবর পত্রিকায় আসেনি। পাকিস্তান মুসলিম লীগের মহিলা নেত্রী শাহনেওয়াজ বেগম জাহান আরা ১৯৪০ সনের লাহোর সম্মেলনে বোরখা পরে ফটো সেশনে অংশ নেন। ৮ বছর পর পাকিস্তন কায়েম হলে সাংবিধানিক পরিষদের প্রথম অধিবেশনে যোগ দিচ্ছেন পাশ্চাত্য পোষাকে।