১৪ জুলাই ১৯৭১ঃ আমি সিরাজুল আলম খান এর ভুল গুলো-২০ হরতাল ডাকা
সিরাজুল আলম খান বলেছেন ছাত্র যুবক শ্রমিকের শক্তিমত্তা প্রমানের জন্য হরতাল ডাকা হল। সমান্তরাল রাজনৈতিক শক্তির পক্ষ থেকেও হরতাল ডাকা হল। মুজিব ভাই ও রাজনৈতিক নেতারা করাচী থেকে হরতাল আহবান করেন। পশ্চিম পাকিস্তান সহ সারা দেশে সর্বাত্মক হরতাল হল। এ অংশ টুকু উনার বইয়ের সর্বশ্রেষ্ঠ চাপাবাজি। শেখ মুজিব পশ্চিম পাকিস্তানে যান ৬ আগস্ট ফিরে আসেন সপ্তাহ খানেক পর। শ্রমিক লীগের আহবায়ক কমিটি গঠন হয় ৩০ আগস্ট সম্মেলন হয় ১১ অক্টোবর। ৬৯ সালের ২৬ মার্চ থেকে দেশে সামরিক শাসন থাকায় নির্বাচনের আগ পর্যন্ত প্রদেশে কোন হরতাল হয়নি। শিক্ষা দিবস প্রকাশ্য এ পালন করার জন্য কয়েক ছাত্র নেতা গ্রেফতার হয় এবং কয়েকজনকে সামরিক আদালতে সমন দেয়া হয়। পরে অবশ্য তাদের মাফ করে দেয়া হয়েছিল। চট্টগ্রামের এম এ আজিজ চট্টগ্রামে একবার হরতাল ডেকেই গ্রেফতার হয়েছিলেন। তাই হরতালের গল্পটা পুরোটাই চাপাবাজি।