১৪ জুলাই ১৯৭১ঃ আমি সিরাজুল আলম খান এর ভুল গুলো-২১ঃ প্রার্থী সঙ্কট
সিরাজুল আলম খান বলেছেন দলে যোগ্যতা সম্পন্ন প্রার্থী সঙ্কট ছিল। তিনি আন্দোলন থেকে বেড়িয়ে আসা যোগ্যতা সম্পন্ন ২০০ জনের প্রার্থী তালিকা দিলেন শেখ মুজিব সে তালিকা গ্রহন করেন। এটা আরও ঘৃণ্য চাপা। আওয়ামী লীগ তখন অনেক অনেক গনতান্ত্রিক ছিল যেখানে একক ভাবে শেখ মুজিবের করার কিছু ছিল না। তাজ উদ্দিনকে সাধারন সম্পাদক করে একটি মনোনয়ন বোর্ড করে আওয়ামী লীগ। ৪ বিভাগের ৪ জন শক্তিশালী নেতা ছিলেন সে বোর্ডে তাজউদ্দীনের হাতে রদবদলের ক্ষমতা থাকলেও তিনি এবং বোর্ড প্রধান শেখ মুজিব তেমন বড় কোন রদবদল করেননি। সেই চার নেতা তাদের স্ব স্ব বিভাগের তালিকা প্রনয়ন করেন। এরকম একজন ছিলেন চট্টগ্রামের এম এ আজিজ তিনি অনেক মুসলিম লীগ নেতার সন্তানদের নমিনেশন দেন। মনোনয়ন নিয়ে দলে কোন ঝামেলা হয়নি। বি চৌধুরীর পিতা দলে আসায় শাহ ময়াজ্জেমের নির্বাচন করা হয়নি। রংপুরে ভোলা মিয়া নমিনেশন পাননি যাকে নমিনেশন দেয়া হয়েছিল তিনি মনোনয়ন সারেন্ডার করে ভোলা মিয়াকে দেন। রব, সিরাজ, সিরাজুলের মত বাঘা বাঘা নেতাদের নমিনেশন দেয়া সম্ভব হয়নি। যেখানে কোন দল শতভাগ আসনে মনোনয়নই দিতে পারেনি সেখানে আওয়ামী লীগের যোগ্য প্রার্থীর অভাব ছিল বলা হাস্যকর। ২য় ও ৩য় প্রধান দল জামাত এবং ন্যাপ মজাফফর অর্ধেক আসনেই প্রার্থী দিতে পারেনি।