১৩ জুলাই ১৯৭১ঃ আমি সিরাজুল আলম খান এর ভুল গুলো -১৪ঃ জয়বাংলা বাহিনী গঠন।
সিরাজুল আলম খান বলেছেন ১৯৭০ সালের ৭ জুন ৬ দফা দিবসে একটি বাহিনী গঠন করে শেখ মুজিবকে গার্ড অব অনার প্রদানের সিদ্ধান্ত নেন এবং দায়িত্ব দেন কাজী আরেফকে। বাহিনী গঠনের পর তার প্রধান করা হয় আসম রবকে। নিউক্লিয়াস এ বাহিনীর ব্যাটেলিয়ন পতাকা তৈরির দায়িত্ব নেয়। বাহিনীর এই পতাকা শেখ মুজিবকে উপহার দেয়ার সিদ্ধান্ত হয়। প্রকৃত সত্য হল সে সমাবেশে ডাকসুর পক্ষ থেকে রব এবং মাখন জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক আব্দুল মান্নান এবং আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর পক্ষে আব্দুর রাজ্জাক ফুলের তোড়া উপহার দেন। উক্ত সভায় জয় বাংলা শ্লোগান দেয়ার কথা কোন পত্রিকা লিখে নাই। সে জনসভায় পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগের সকল শীর্ষ নেতা উপস্থিত ছিলেন কারন আগের দিন আওয়ামী লীগের সম্মেলন ছিল। শেখ মুজিব এ সভায় নিজেই স্লোগান দেন নারায়ে তাকবীর। তার সাথে জনতাও একই শ্লোগান দেয়। ছাত্রলীগ স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান রব নয় নুরে আলম সিদ্দিকি শেখ মুজিবের পাশে থেকে সালাম গ্রহন করেন। আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীও গার্ড অব অনার দেয়। এ বাহিনীর প্রধান ছিলেন আব্দুর রাজ্জাক। কোন পতাকা প্রদানের কথা কোন পত্রিকায় উল্লেখ নাই তবে দিলেও গোপনীয়তা বজায় রাখা হয়েছিল।
নোটঃ ছাত্রলীগের স্বেচ্ছাসেবক বাহিনী পরে মার্চ একাত্তরে জয়বাংলা বাহিনীতে রুপান্তরিত হয়।