You dont have javascript enabled! Please enable it!

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ শরণার্থী ত্রাণ সপ্তাহ

বােম্বাই, ২৫ জুলাই (ইউএনআই) আগামী ১৪ আগস্ট থেকে দক্ষিণ আফ্রিকা জুড়ে বাঙলাদেশ শরণার্থী ত্রাণ সপ্তাহ পালিত হবে। ভারতীয় বংশােদ্ভূত দক্ষিণ আফ্রিকার নাগরিক বেগম ফাতিমা মিয়ার আজ এখানে একথা ঘােষণা করে বলেন, দেশব্যাপী মসজিদ, মন্দির ও চার্চে ঐ সপ্তাহে প্রার্থনা অনুষ্ঠান হবে।
এছাড়া ভারতীয়, আফ্রিকেয় এবং ইউরােপীয় বংশােদ্ভূতদের কাছে অন্তত পক্ষে নিজ নিজ এক সপ্তাহের আয় বাঙলাদেশ শরণার্থী সাহায্য তহবিলে দান করতে আবেদন জানানাে হবে। বেগম মিয়ার আরও জানান যে, ছাত্র ও শিক্ষকদের মুক্তহস্তে দান করার জন্যও বলা হবে।
বেগম ফাতিমা ন্যাশনাল ইউনিভাসিটির সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মহাত্মা গান্ধীর উপর গবেষণার জন্য সিমলার ইনস্টিটিউট অব এ্যাডভান্সড স্টাডিস এর আমন্ত্রণে এদেশে এসেছিলেন। বুধবার তিনি নাটার যাত্রা করবেন।

সূত্র: কালান্তর, ২৬.৭.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!