You dont have javascript enabled! Please enable it!

পশ্চিম বাঙলার শিবিরে ৪১ লক্ষ ৬৬ হাজার শরণার্থী
(স্টাফ রিপোর্টার)

কলকাতা ৩ সেপ্টেম্বর পশ্চিম বাঙলা থেকে বিভিন্ন রাজ্যে বাঙলাদেশ থেকে আসা শরণার্থীদের পাঠিয়ে দেওয়ার পরও রাজ্যের বিভিন্ন শরণার্থী শিবিরে ৪১ লক্ষ ৬৬ হাজার ৯৯৪ জন শরণার্থী আছেন। এছাড়া ১৯ লক্ষ ৭০ হাজার ৬৪০ জন শরণার্থী এই রাজ্যে তাদের তাদের আত্মীয় স্বজনের সঙ্গে আছেন। এছাড়া ১ লক্ষ ৬৪ হাজার ২৭ জন শরণার্থীকে মানা, ২৮ হাজার ৯৩ জনকে বিহার, ১২ হাজার ১৫২ জনকে উত্তর প্রদেশ, ৩ হাজার ১৭৭ জনকে মধ্যপ্রদেশ এবং ৫৩ হাজার ২৬৬ জন শরণার্থীকে রাজ্যের বিভিন্ন ট্রেনজিট’ শিবিরে।

সূত্র: কালান্তর, ৪.৯.১৯৭১