১৩ জুলাই ১৯৭১ঃ আমি সিরাজুল আলম খান এর ভুল গুলো -১৮
৩ মার্চের সভায় শেখ মুজিব হটাত করে উপস্থিত হন। সিরাজুল আলম খান লিখেছেন শেখ মুজিব ৩ মার্চের ছাত্র জনসভায় হটাত করেই উপস্থিত হন। ফলে স্বাধীনতার ইস্তেহার আবার নতুন করে পাঠ করা হয়। প্রকৃত সত্য হল জনসভাটি ছিল শ্রমিক লীগ এবং ছাত্রলীগের যৌথসভা। মঞ্চে শ্রমিক লীগ নেতৃবৃন্দও ছিলেন। শেখ মুজিব ১ তারিখে হোটেল পূর্বাণীতে ৭ মার্চ পর্যন্ত কর্মসূচী দেন তাতে তিনি তারিখের সমাবেশে থাকার কথা ছিল না। ছাত্রলীগ নেতৃবৃন্দ এর পরে ৩ তারিখের কর্মসূচী চূড়ান্ত করেন শেখ মুজিব তার কর্মসূচী রদবদল করে ৩ তারিখে তাদের সাথে মিছিলের কর্মসূচী দেন। যথারীতি ৫ শীর্ষ নেতা সহ তিনি সভায় হাজির হন। সভায় তিনি চিন্তা করলেন যে ৭ তারিখের আগে তিনি গ্রেফতারও হতে পারেন তাই এখানেই একটি ৭ মার্চ স্টাইলে একটি বক্তৃতা দিবেন তাই কর্মসূচী তাৎক্ষণিক রদবদল হয় পরে তিনি দীর্ঘ বক্তব্য দেন। তিনি তোফায়েল আহমেদের ২ তারিখের কলাভবনের অনুষ্ঠানের সাথে এ সভার বিষয় গুলিয়ে ফেলেছেন। ২ তারিখে তোফায়েল আহমেদের সে অনুষ্ঠানে থাকার কথা ছিল না তিনি মাঝ পথে সেখানে হাজির হয়েছিলেন এবং বক্তৃতা দেন।