You dont have javascript enabled! Please enable it!

১৩ জুলাই ১৯৭১ঃ আগরতলায় মতিয়া চৌধুরী

আগরতলার পোস্ট অফিস চৌমুহনীতে পাকিস্তানে মার্কিন অস্র সরবরাহের প্রতিবাদে ভারতের ছাত্র ফেডারেশন আয়োজিত এক সমাবেশে ন্যাপ নেতা মতিয়া চৌধুরী বলেন সাম্রাজ্যবাদী মার্কিন সরকারের কালো হাত ভেঙ্গে দেয়ার জন্য স্বাধীনতাকামী জনতার প্রতি আহবান জানান। মতিয়া চৌধুরী ২ ঘণ্টা ব্যাপী ভাষণ দেন। তিনি ইতিহাস বর্ণনা করে বলেন আজকের স্বাধীনতা আন্দোলন একদিনে গড়ে উঠেনি। মার্কিন সরকার তার সাম্রাজ্যবাদী নীতির কারনে আইউব ও ইয়াহিয়াকে সাহায্য করছে। তিনি বলেন বাংলার মেহনতি মানুষের রক্তের বিনিময়ে ইসলামাবাদ গড়ে উঠেছে। তিনি বলেন এটা খুব দুঃখের চীন ও আমেরিকা একই ভুমিকায় অবতীর্ণ । তিনি আশা করেন চীনের জনতা বাংলার পাশে থাকবে। তিনি বলেন সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ বাংলাদেশ থেকে তুলে ফেলতে হবে। তিনি বলেন পাকিস্তানে কখনও ইসলাম ছিল না কোনদিন থাকতে পারে না। ইসলাম শোষণের জন্য নয়। তিনি আওয়ামী লীগকে সমর্থন করে বলেন এখন একটি ফ্রন্ট করে রগিয়ে যেতে হবে। মুক্তিযুদ্ধে সাহায্য করার জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!