২৫ জুন ১৯৭২ঃ ছাত্রলীগের ভাষা
ছাত্রলীগের বিভাজন হয় ২১ জুলাই। তারও একমাস বা তারও বেশী আগের ছাত্রলীগের দেয়াল লিখন এটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পশ্চিম প্রান্তে। এরকম দেয়াল লিখনে ভরা ছিল সমগ্র বিশ্ববিদ্যালয়। শেখ মুজিব এ রকম ছাত্রলীগ কাম্য করেননি। সিরাজুল, রব, সিরাজ, ইনুদের ভাষা ছিল এগুলো। এ দেয়াল লিখন সারা বিশ্ব দেখেছে গণমাধ্যমের প্রচারের কারনে। ক্লিপটি ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম ৬ মাস।