৩০ জুন ১৯৭৮ঃ ইয়াহিয়া স্টাইলে বাজেট পেশ করছেন জিয়াউর রহমান।
বঙ্গভবনে/ রাষ্ট্রপতি ভবনে শুনছেন উপদেষ্টা ও মন্ত্রীরা। জিয়াউর রহমান অর্থ মন্ত্রনালয় তার হাতেই রেখেছিলেন। উপদেষ্টা ছিলেন মোনেম খানের অর্থমন্ত্রী নুরুল হুদা। প্রথম সারিতেই মশিউর ২য় সারিতে মন্ত্রী বি চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী সাইফুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী লেঃ কঃ মোস্তাফিজুর। ৩য় সারিতে মন্ত্রী মীর্জা গোলাম হাফিজ।