আমি সিরাজুল আলম খান এর ভুল গুলো -১০ঃ আওয়ামী লীগের জনসভার দায়িত্ব
সিরাজুল আলম খান বলেছেন ১৮ জানুয়ারী রবিবার আওয়ামী লীগের জনসভা ছিল। সে সভার সার্বিক দায়িত্ব ছিল তার উপর।
প্রকৃত তথ্য ১৮ জানুয়ারী রবিবার আওয়ামী লীগের কোন জনসভা ছিল না। জনসভা ছিল ১১ জানুয়ারী। আর তিনি ছিলেন তখন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি দাবী করে থাকেন শ্রমিক লীগের তিনিও প্রতিষ্ঠাতা। ১ জানুয়ারী ৭০ থেকে প্রকাশ্য রাজনীতি শুরু হলে আওয়ামী লীগ তার প্রকাশ্য রাজনীতি শুরু করে স্রমিক লীগের সমাবেশের মাধ্যমে। সে সমাবেশে সিরাজুল মঞ্চে ছিলেন কিন্তু ভাষণ দেয়ার সিরিয়াল পাননি। কিন্তু তোফায়েল আহমেদ শ্রমিক লীগের কেউনা তিনি মঞ্চে উপস্থিত থেকে ভাষণ দিয়েছেন। অনেক বড় মাপের নেতা ছিলেন বলে ভাষণের সুযোগই পাননি।