সিরাজুল আলম খান এর ভুল গুলো- ১৩ঃ স্বাধীনতার ধারক ভাসানী
সিরাজুল আলম খান বলেছেন ৬৬-৬৭ স্বাধীনতার ধারনার সাথে একমাত্র ভাসানিকে পেয়েছেন। ভাসানি ৬৮ সালের নভেম্বর পর্যন্ত আইউব খানের দালালী করেছেন যা সিরাজুলের গুরু কমরুদ্দিনও তার বইয়ে বিস্তারিত লিখে গেছেন। ভাসানি স্বাধীনতার চেতনা ধারন করেছেন ২৬ নভেম্বর ৭০ থেকে। এ সভার ভিডিও ইউটিউবে পাওয়া যায়। আর আবু হোসেন সরকারতো ৬৭ সালে মারাই গেছেন।