You dont have javascript enabled! Please enable it!

আমি সিরাজুল আলম খান এর ভুল গুলো – ১১ঃ জনসভার মঞ্চ, সময়, শক্তিমত্তা 

সিরাজুল আলম খান ৪ ফুট বাই ১০ ফুট কাঠের উপর জয়বাংলা শ্লোগান মঞ্চে লাগানোর কথা বলেছেন। বিকেল ৫টায় সমাবেশের কথা বলেছেন। সে সময় শহর আওয়ামী লীগের সক্রিয় সদস্য এর কথা বলেছেন। মঞ্চে ৪ ফুট বাই ১০ ফুট কাঠের উপর জয়বাংলা শ্লোগান ছিল না। মঞ্চের বাইরে সামনে ২ ফুট বাই ৫ ফুট জয়বাংলা স্লোগান লাগানো হয়েছিল যা চাটাই বা শক্ত কাগজ বা হার্ডবোর্ডে তৈরি ছিল। জানুয়ারীর বিকেল শেষ হয়ে যায় সাড়ে ৪টায় ৫ টা সময় সন্ধ্যা নেমে আসে সভা শেষ হয় ৫ টার অনেক আগেই। আর এ সভায় মুজিব যে বক্তৃতা দেন তা ছিল দীর্ঘতম ইত্তেফাকের অর্ধেক জুড়েই ছিল এ ভাষণ।  শহর আওয়ামী লীগ ছিল তখন প্রদেশের সবচে শক্তিশালী সংগঠন। জনসভায় কয়েক লাখ শ্রোতার উপস্থিতি শহর আওয়ামী লীগের কৃতিত্ব। আর তখন শহর আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফার ক্যাডারই ছিল শহর নিউক্লিয়াসের ৪/৫ গুন বেশী। সামসুজ্জহা আর মোজাম্মেল এর বাহিনীতো ছিলই।

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!