১২ জুলাই, ১৯৭১ঃ ফজলুল কাদের চৌধুরী
কনভেনশন মুসলিম লীগের অল পাকিস্তান সভাপতি ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম থেকে লাহোরে এসে বিমান বন্দরে এক সাংবাদিক সম্মেলনে বলেন, পূর্ব-পাকিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক, তবে ভারতের দালালরা সেখানে পূর্ব পাকিস্তানের অর্থনীতি ধ্বংসের জন্য সক্রিয় রয়েছে। এদের হুমকি মোকাবেলা করার জন্য দেশপ্রেমিক নাগরিক আজ ঐক্যবদ্ধ। তিনি সুযোগ পাইলে এখানে সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক করে করতে চান। ভুট্টো তেহরানে বে আইনি আওয়ামী লীগের সাথে আপোষ ফর্মুলার যে কথা বলেছেন সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। সরকার কয়েক মাসের মধ্যে উপনির্বাচন সম্পন্ন করতে পারবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন দলের সভায় এ বিষয়ে এখনও আলোচনা হয় নাই। তিনি রাওয়ালপিন্ডি সহ প্রদেশের অন্যান্য স্থানেও সফর করবেন। ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রামের পর লাহোরের স্থায়ী বাসিন্দা। লাহোরে তিনি বেশ কয়েক দিন অবস্থান করবেন।