সিরাজুল আলম খানের ভুল গুলি—৫ঃ আইয়ুবের পদত্যাগ
৬৯ এর গন অভ্যুত্থানের শুরু ১৬ জানুয়ারী থেকে অর্থাৎ SAC এর কর্মসূচী থেকে আরও বিস্তারিত বললে ৮ জানুয়ারীর DAC আন্দোলন থেকে। অনেকেই ৬৮ এর ভাসানীর আন্দোলনকে গন অভ্যুত্থানের সাথে যুক্ত করেন বাস্তবে ভাসানী ডিসেম্বরের শেষ দিকে ঈদের সময় আন্দোলন বন্ধ করে মফস্বলে সমাবেশ করতে বেড়িয়ে যান। ৬৯ এর গন অভ্যুত্থান শেষ হয় শেখ মুজিবসহ আগরতলা মামলার সকল আসামী এবং সকল রাজবন্দী মুক্তি দিয়ে। তারিখটা ছিল ২২ ফেব্রুয়ারী। ২২ তারিখের পর আর কোন আন্দোলন হয়নি। আইউব খান পদত্যাগ করেন ২৪ মার্চ। এই ৩২ দিনের ঘটনা প্রবাহ ভিন্ন। বিস্তারিত বর্ণনা আছে মৌলবি ফরিদের সান বিহাইনড দা ক্লাউড এবং মাসুদুল হকের বাঙালি হত্যা শীর্ষক বইয়ে। আইউব কিন্তু আওয়ামী লীগ ছাড়া সকল দলের শর্ত মেনে নিয়েছিলেন। ক্ষমতায় থাকতে তিনি শেখ মুজিবকে প্রধানমন্ত্রীর পদ অফার করেছিলেন। দুই পাকিস্তানে শেখ মুজিব ঘনিষ্ঠ গভর্নর নিয়োগও দিয়েছিলেন। আওয়ামী লীগের সাথে ঐক্য ব্যার্থতা এবং সুযোগ সন্ধানী সেনা কুটকৌশলে নীরব অভ্যুত্থানে তিনি পদত্যাগে বাধ্য হয়েছিলেন।