১২ জুলাই ১৯৭১ঃ ইয়াহিয়ার সাথে কানাডিয়ান পার্লামেন্টারি প্রতিনিধিদলের বৈঠক
সফররত কানাডিয়ান পার্লামেন্টারি প্রতিনিধিদল প্রেসিডেন্ট ইয়াহিয়া ও অর্থনৈতিক উপদেষ্টা এমএম আহম্মদের সাথে সাক্ষাৎ করেছেন। পরে প্রতিনিধিদল পর রাষ্ট্র দপ্তরের সিনিয়র কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকে কানাডা সরকার পাকিস্তানে অস্র সরবরাহ বন্ধ ঘোষণা করায় উদ্বেগ প্রকাশ করা হয়। প্রতিনিধিদলকে বলা হয় কানাডার সিদ্ধান্ত এ এলাকার উত্তেজনা প্রশমনে কোন কাজে আসবে না বরং এ সিদ্ধান্তের কারনে ভারত থেকে পূর্ব পাকিস্তানে শরণার্থী ফিরে আসার ব্যাপারে অসুবিধায় পড়বে।