You dont have javascript enabled! Please enable it! সিরাজুল আলম খানের ভুল গুলি-৭ - সংগ্রামের নোটবুক

সিরাজুল আলম খানের ভুল গুলি-৭ ঃ

আওয়ামী নেতাদের পিডিএম এ যোগ দেয়া প্রসঙ্গে।  সিরাজুল আলম খান বলেছেন ৭০ এর নির্বাচনের আগে সালাম খানের নেতৃত্ব এ আওয়ামী লীগের অধিকাংশ নেতাই পিডিএম জোটে এ চলে যায়। ইহা একটি ডাহা মিথ্যা কথা। সালাম খান সহ বিশাল এক দল দলত্যাগ করে পৃথক আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে পিডিএম এ যায় ৬৭ সালে। ৬৯ সালের ২২ ফেব্রুয়ারী শেখ মুজিবের মুক্তির সাথে সাথেই সকলেই দলে ফিরে আসে সালাম খান ছাড়া। মুজিবের মামা এবং মামা শ্বশুর সালাম আগরতলা মামলায় মুজিবের আইনজীবী ছিলেন। ৬৯ এর জানুয়ারীতে ডাক গঠনের সাথে সাথে পিডিএম বিলুপ্ত হয়। ৬৯ সালের জুনে সাবেক পিডিএম জোটভুক্ত ৪ টি দল মিলে নতুন দল পিডিপি গঠিত হয়। তাই ৭০ সালের নির্বাচনের মনোনয়ন বর্ণনায় পিডিএম জোটের কথা বলা সম্পূর্ণ ভুল।  ৭০ সালে উল্লেখ করার মত দল ত্যাগ করেন আমেনা খাতুন, জশিম উদ্দিন সিলেট। তাদের বিষয় ভিন্ন।  সিরাজুল আলম খান বলেছেন ৭০ এর মনোনয়নের দুই তৃতীয়াংশ আন্দোলনকারীদের মধ্যে থেকে নেয়া যুব নেতৃত্ব। সেটা আংশিক সত্য থাকলেও বাইরের অনেকেই এসে আওয়ামী লীগের নমিনেশন নেয়। তিনি যদি বুঝান যুব নেতৃত্ব মানে নিউক্লিয়াস তা সত্য নয়। নিউক্লিয়াস নেতাদের মধ্যে রাজ্জাকসহ মাত্র ২-৩ জন নমিনেশন পান। তোফায়েল, মাখন, অধ্যাপক আবু সায়িদ, আবু সালেহ, বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ এরকম ৫৯ জন ছাত্র নেতা নমিনেশন পান। ৭০ সালের এমপিদের গড় বয়স ছিল ৩৬। তর্কবাগীশ এবং কফিল উদ্দিন ছিলেন ৭০ ঊর্ধ্ব বয়স্ক।