সিরাজুল আলম খান এর ভুল গুলো-৯
সিরাজুল আলম খান বুঝাতে চেয়েছেন সালাহ উদ্দিন কাদের চৌধুরী নিউক্লিয়াসের সদস্য ছিলেন এবং তাকে ধানমণ্ডি এলাকায় সাংগঠনিক দায়িত্ব দিয়েছিলেন কিন্তু তিনি তা পালন করেননি। এটা সত্য যে ৭০ এ অনেক জাঁদরেল মুসলিম লীগ নেতার সন্তানরা আদর্শিক ভাবেই আওয়ামী লীগে এসেছিলেন শফিউল আলম প্রধান, ইঞ্জিনিয়ার মোশাররফ চট্টগ্রাম, আতাউর রহমান কায়সার তার উদাহরন। কিন্তু সাকা চৌ তার বাপের বা আওয়ামী কোন রাজনীতি করেননি। এসব নিউক্লিয়াস ফিউক্লিয়াসের ধার ধারে সে ছিল না। লাহোরে তাদের স্থায়ী বাড়ী ছিল। সেখানেই লেখাপড়া করতেন। অভিজাত জীবন যাপন করতেন। দামী গাড়ী, নামী রেস্তোরা, আর উর্দু ভাষী বন্ধু ছিল তার আকর্ষণ। যুদ্ধের সময় কিছুদিন তিনি এলাকায় ছিলেন। তিনি ঢাকা পৌরসভার ৪২ টি ওয়ার্ডের কথা বলেছেন তা সত্য নয়। ৭০ এ ঢাকা পৌরসভা অনেক ছোট ছিল ২০-২২ টি ওয়ার্ড ছিল। আর তখন রাজনৈতিক দলগুলির ওয়ার্ড কমিটিকে ইউনিয়ন কমিটি বলা হত।