১০ জুলাই ১৯৭১ঃ অস্ট্রেলিয়ান এমপির ঢাকা আগমন
অস্ট্রেলিয়ান এমপি লিউনারড স্ট্যানলি রীড পাঁচদিনের সফরে করাচী হতে ঢাকা আগমন করেছেন। বিমান বন্দরে তাকে স্বাগত জানান অতিরিক্ত চীফ সেক্রেটারি গভর্নরের মিলিটারি সেক্রেটারি সহ আরও কয়েকজন কর্মকর্তা। রীড উপকূলীয় ঘূর্ণি দুর্গত এলাকা পরিদর্শন করবেন। এ ছাড়া তিনি যশোর ও চট্টগ্রাম সফর করবেন। যশোরে তিনি পূর্ব পাকিস্তানী শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তন নিজে দেখবেন।