You dont have javascript enabled! Please enable it! 1971.07.10 | শরণার্থী পরিস্থিতি - সংগ্রামের নোটবুক

১০ জুলাই ১৯৭১ঃ শরণার্থী পরিস্থিতি

ভারত সরকার সম্প্রতি শরণার্থীদের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায় মোট শরণার্থী প্রায় ৬৮ লাখ। ৩৬ লাখ পুরুষ ৩১ লাখ ৩৩ হাজার নারী। শিবির অভ্যর্থনা কেন্দ্র প্রতিষ্ঠা ১১৫০। ট্রানজিট ক্যাম্পে শরণার্থী ২২ লাখ ২৫ হাজার। কেন্দ্রীয় ট্রানজিট ক্যাম্প ৯ টি। এগুলি হল নদিয়ার কুপার্স ও ঘুঘুলিয়া, মেদিনীপুরের শালবন বৃন্দাবনপুর, মধ্যপ্রদেশের মানা, গয়ার পঞ্চাননপুর, আসামের সরভোগ ও বোদ্দা, ত্রিপুরার উস্তাখালিতে। ৮ বছরের নীচে বয়সী শরণার্থী ১১ লাখ ৩৫ হাজার। মায়ের দুধ পান করে ৩ লাখ ৬৩ হাজার।