You dont have javascript enabled! Please enable it!

আভা মাইতি

আভা মাইতি ছিলেন ভারতের পেশাজীবী মহিলা সংগঠন সমূহের ফেডারেশনের সভাপতি। এর পোষাকী নাম ছিলNational Federation of Business and Professional Women’s Associations and Clubs of India.আজ মাইতির আরেকটি পরিচয় ছিল। সেটি হলো তিনি ছিলেন আদি কংগ্রেসের একজন নেতা। বাংলাদেশের পক্ষে জনমত গঠনের জন্য তিনি বিশ্বের বেশ কয়েকটি দেশ সফরে বেরিয়েছিলেন। | প্রথমে তিনি যান কানাডায়। সেখানে মহিলা পেশাজীবীদের একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে এক বক্তৃতায় তিনি দুটি বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেন। এক, ইয়াহিয়াকে বাধ্য করতে হবে ক্ষমতা হস্তান্তরে এবং দুই, বাংলাদেশের শ্রমজীবীদের নিরাপদে ঘরে ফেরা। নিশ্চিত করতে হবে।তিনি দাবী জানান এ বলে যে, বাংলাদেশকে ভারতের স্বীকৃতি দিতে হবে। আন্তর্জাতিক শক্তিগুলির প্রতি তিনি আহ্বান জানান, তারা যেন পাকিস্তানকে চাপ প্রয়োগ করে যাতে পাকিস্তান Takes its hands off East Bengal: *আভা মাইতি জোর দিয়ে বলেন, তিনি যুদ্ধের পক্ষে নয়, ভারতও যুদ্ধ চায় । “There can be no solution to the problem.” পরে, অবশ্য যুদ্ধই বাঙ্গালির ভাগ্য নির্ধারণ করেছিল। | কানাডার পর, বাংলাদেশের পক্ষে জনমত গঠনের জন্য আভা যান থাইল্যান্ড, জাপান, ইউনাইটেড আরব রিপাবলিক, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, জার্মানী এবং যুক্তরাজ্য।

সূত্র : হিস্কন ক্যাজার্ড, দিল্লি, ২৬. ৬. ১৯৭১; ১৫,৭,১৯৭১।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!