You dont have javascript enabled! Please enable it!

মেদিনীপুর জেলা বাঙলাদেশ সহায়ক সমিতি

অবিলম্বে বাঙলাদেশ সরকারকে স্বীকৃতি দাবি জানিয়ে মেদিনীপুর জেলা বাঙলা
তি দাবি জানিয়ে মেদিনপুির জেলা বাংলাদেশ মুক্তিসংগ্রাম সহায়ক সমিতির উদ্যোগে সহস্রাধিক মানুষের এক মিছিল মেদিনীপুর কারেকটরেটে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা মিছিলে ও বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছিলেন।
জেলা শাসকের অনুপস্থিতিতে বিক্ষোভকারীদের পক্ষ থেকে এক প্রতিনিধিদল অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দাবিপত্র পেশ করেন।
সর্বশ্রী সুবােধ হাসদা (এম,পি), দেবেন দাশ, ডা: সুধাংশু মুখার্জী, বঙ্কিম বিহারী পাল, রামচন্দ্র ব্যানাজী প্রমুখ মিছিলের পুরােভাগে ছিলেন।

সূত্র: কালান্তর, ২৩.০৪.১৯৭১