৯ জুলাই ১৯৭১ঃ কিসিঞ্জারের গোপন চীন সফর
কিসিঞ্জার গোপনে চীন সফর করেন। সফরে কিসিঞ্জার ৭২ সালের প্রথমে নিক্সনের চীন সফর চূড়ান্ত করেন। তিনি চৌএনলাই এর সাথে বৈঠক করেন। তিনি জানান নিক্সন সরকার চায় চীন শক্তিশালী হোক। চীনের সাথে আগে মার্কিন সরকারের দীর্ঘ সময় বন্ধুত্ব ছিল এবং এ বন্ধুত্ব জোরালো করার জন্য তার এ সফর। চৌ কিসিঞ্জারকে তাইওয়ান এবং ভিয়েতনামের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তা সমাধান প্রত্যাশা করেন। কিসিঞ্জার বলেন তার দেশ কম্যুনিস্ট বিরোধী নয় তারা কেস টু কেস পদ্ধতিতে কম্যুনিস্ট দেশ গুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করছে। তিনি বলেন তার দেশ জাতিসংঘে তাইওয়ানের পরিবর্তে কম্যুনিস্ট চীনকে দেখতে চায় এবং ভিয়েতনাম থেকে শীঘ্রই সৈন্য প্রত্যাহার করবে।