৯ জুলাই ১৯৭১ঃ যুক্তরাষ্ট্র আগের চুক্তির আলোকে পাকিস্তানে আরও অস্র পাঠাবে
ওয়াশিংটন থেকে রয়টার সংবাদের উপর পাকিস্তানী সংবাদপত্র জানিয়েছে চালু লাইসেন্স এর উপর যুক্তরাষ্ট্র পাকিস্তানে আরও অস্র পাঠাবে। বাংলাদেশ পন্থী সিনেটর ফ্রাঙ্ক চার্চ সিনেটে জানিয়েছেন সাড়ে তিন কোটি ডলার মূল্য এর অস্র পাকিস্তানে সরবরাহের জন্য প্রস্তুত আছে। এ বক্তব্য নিয়ে পর রাষ্ট্র দপ্তরের মুখপাত্র চার্লস ব্রে কে জিজ্ঞেস করা হলে তিনি তা স্বীকার করেছেন। তিনি বলেন মূল্য ঠিক তার কাছাকাছি হবে তবে যুক্তরাষ্ট্র নতুন কোন চুক্তির আওতায় অস্র সরবরাহের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। সিনেটর চার্চ বলেন সরকারের অভ্যন্তরে প্রতিবাদ সত্ত্বেও অস্র সরবরাহ হচ্ছে।