৮ জুলাই ১৯৭১ঃ পশ্চিম জার্মান প্রতিনিধিদলের করাচী উপস্থিতি।
২ সদস্য বিশিষ্ট পশ্চিম জার্মান প্রতিনিধিদল ঢাকা থেকে দেশে ফেরার পথে করাচী পৌঁছেছেন। করাচী বিমান বন্দরে তারা সাংবাদিকদের বলেন পূর্ব পাকিস্তানের সঠিক পরিস্থিতি বিশ্ব নেতৃবৃন্দকে বুঝানোর জন্য পাকিস্তান সরকারের প্রচেষ্টা চালানো উচিত। তারা জানান ঢাকা সফরে টিক্কা খানের সাথে তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা জানান তাদের সফরের উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ শরণার্থী পুনর্বাসনে সাহায্যের পরিমান নির্ধারণ করা। দলের অপর সদস্য প্রিঞ্জ জু সাইন বলেন ভারতের ভীতি ও উত্তেজনা সৃষ্টির জন্য পূর্ব পাকিস্তানে আশানুরূপ শরণার্থী ফিরছে না। তারা বেনাপোল সফর কালে সেখানে সীমান্তের অপর প্রান্ত হতে শেলিং এর ক্ষতিসাধন এলাকাও ঘুরে দেখেছিলেন।
নোটঃ পশ্চিম জার্মানি তখন যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং ফ্রান্সের উপনিবেশ ছিল।