You dont have javascript enabled! Please enable it!

তোফায়েল আহমেদ কোনদিন নিউক্লিয়াসের অস্তিত্ব স্বীকার করেননি। 

সাক্ষাৎকারটি মাসুদুল হকের বইয়ের জন্য ধারন করা। 
নোটঃ দলের ভিতর বিশেষ কোটারি গ্রুপ থাকতেই পারে। এদের উদ্যোক্তারা বলে থাকেন জেলা বা মহকুমা পর্যায়ে ৩ থেকে ১০ জনের এ গ্রুপ ছিল এবং এরা পাঠ চক্র ভিত্তিক গ্রুপ ছিল। রব দাবী করেন তিনি খান মোহাম্মদ বেলায়েত, খালেদ মোহাম্মদ আলী সে ধরনের নিউক্লিয়াসের উৎপাদক। ৭ জুন ১৯৭০ এর স্বেচ্ছাসেবক বাহিনীর সমাবেশকে রব গ্রুপ পরবর্তীতে জয়বাংলা বাহিনী নামকরন করেছেন। আসলে স্বেচ্ছাসেবক বাহিনীর একটা অংশ জয় বাংলা বাহিনী হিসেবে কাজ করে আর নামটা আমরা পত্রিকায় দেখি ৭ মার্চ এর পর। ৭ মার্চ সমাবেশ ব্যাবস্থাপনায় স্বেচ্ছাসেবক বাহিনী ছিল। ২৩ মার্চ জয়বাংলা বাহিনী মার্চ করে তাদের নাম ব্যাপক প্রচারে আনে। আর জাতীয় পতাকার সৃষ্টি আসে স্বেচ্ছাসেবক বাহিনীর পতাকা থেকে। জুনেই যারা এ বাহিনীর জন্য পতাকা বানায় তারা এটি পরবর্তীতে দেশের পতাকায় রুপান্তরিত করে। আর এ পতাকা জুন ৭০ থেকেই মুজিব অবহিত এবং অনুমোদিত তাই নতুন করে ৭১ এর মার্চে বা ৭১ এর ১৭ এপ্রিলে পতাকা অনুমোদনের বিষয় আসেনি।