You dont have javascript enabled! Please enable it! 1971.07.08 | সিলেটে জেনারেল নিয়াজী - সংগ্রামের নোটবুক

৮ জুলাই ১৯৭১ঃ সিলেটে জেনারেল নিয়াজী

ইস্টার্ন কম্যান্ড প্রধান লে. জেনারেল নিয়াজী সিলেট সফর করেন। সফরকালে তার সাথে স্থানীয় জি ও সি ছিলেন। তারা সেনাবাহিনীর বিভিন্ন আত্মরক্ষামূলক অবস্থান সফর করেন। নিয়াজি তার সফর কালে অফিসার ও জওয়ানদের সাথে কথা বলেন এবং কুশলাদি জিজ্ঞেস করেন। স্থানীয় কমান্ডার তাকে জানান যে জনগনের সহযোগিতায় দুষ্কৃতকারীদের হটিয়ে দেয়া হয়েছে। কমান্ডার বলেন, ‘দুষ্কৃতকারীরা মাঝেমধ্যে যোগাযোগ বেবস্থা ধ্বংস করার জন্য মাঝেমধ্যে প্রদেশের ভিতর ঢুকে পড়ে তবে শান্তিকমিটির সদস্যদের সহায়তায় তাদের প্রতিরোধ করার প্রচেষ্টা নেয়া হয়েছে। নিয়াজি সিলেট থেকে জইন্তিয়া পুর সীমান্তে শরণার্থী অভ্যর্থনা কেন্দ্র পরিদর্শন করেন। নিয়াজিকে জানানো হয় এ কেন্দ্রের মাধ্যমে ২৭০০ হিন্দু সহ ৭০০০ শরণার্থী প্রদেশে ফিরেছে। নিয়াজি অভ্যর্থনা শিবিরের কাছে দরবেশপুরে এক জনসভায় বক্তৃতা দেন। সেখানে স্থানীয় দালালরা নিয়াজিকে অভ্যর্থনা জানায়। সভার জনগন ‘পাকিস্তান জিন্দাবাদ’ কায়েদে আযম জিন্দাবাদ’, ‘দুষ্কৃতকারীদের খতম কর’ ইত্যাদি শ্লোগান সভা সরগরম করে রাখে। নিয়াজি পরে কুশিয়ারার শিউলিমুখ ঘাট এবং শ্রীমঙ্গল সফর করেন।