৮ জুলাই ১৯৭১ঃ ইয়াহিয়া কিসিঞ্জার বৈঠক
প্রেসিডেন্ট নিক্সনের নিরাপত্তা বিষয়ক বিশেষ সহকারী ডঃ হেনরি কিসিঞ্জার ভারত সফর শেষে পাকিস্তান পৌঁছেছেন। বিমান বন্দরে তাকে স্বাগত জানান ইয়াহিয়ার অর্থনৈতিক উপদেষ্টা এমএম আহমদ এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব সুলতান মোহাম্মদ খান উভয় দেশের রাষ্ট্রদূত জোসেফ ফারলেন্ড এবং আগা হিলালী । রাওয়ালপিন্ডিতে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে বৈঠকে মিলিত হন। এর আগে তিনি বিকেলে ইয়াহিয়ার অর্থনৈতিক উপদেষ্টা এমএম আহমদ এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব সুলতান মোহাম্মদ খানের সাথে বৈঠক করেন। পাকিস্তান সরকার বিগত কয়েক মাসে তাদের মধ্যে পত্র যোগাযোগের বিষয়বস্তু অর্থাৎ শরণার্থী প্রত্তাবাসনে গৃহীত কার্যক্রম নিয়ে আলোচনা করেন। কিসিঞ্জার পাকিস্তানের প্রতি তার সরকারের বর্তমান অভিপ্রায় তাদের কাছে ব্যাক্ত করেন। উভয় দেশের রাষ্ট্রদূত জোসেফ ফারলেন্ড এবং আগা হিলালি এ সময় তাদের সাথে ছিলেন।