৭ জুলাই ১৯৭১ঃ বেগম আখতার সোলায়মান
সোহরাওয়ার্দী কন্যা বেগম আখতার সোলায়মান পাকিস্তান সরকারের বিশেষ দুত হিসেবে ব্রিটেন পৌঁছেন। তার সাথে আরও কয়েকজন সদস্য সেখানে গিয়েছেন। বেগম আখতার সোলায়মান বিবিসির উর্দু অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে ইয়াহিয়ার প্রশংসা করে বলে যে, ‘প্রেসিডেন্ট ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সত্যিই খুব আন্তরিক।’ তার পরিকল্পনা অবশ্যই পূর্ব পাকিস্তানীদের সন্তস্ত করবে। তিনি জনগনের কাছে একাধিকবার ক্ষমতা হস্তান্তরের ওয়াদা করেছেন। পূর্ব-পাকিস্তানে তার সফরের সফলতা ব্যাখ্যা করে তিনি বলেন, আওয়ামী লিগের এম এন এ এম পি এ দের দাওয়াতেই আমি সেখানে গিয়েছিলাম। তারা প্রকাশ্য হতে চেয়েছেন এবং শাসনতন্ত্র প্রনয়নে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত।