৭ জুলাই ১৯৭১ঃ মৌলবি ফরিদ আহমেদের মধ্যপ্রাচ্য সফর এবং রাজনীতি থেকে অবসর গ্রহন
১৫ দিন ব্যাপী মধ্যপ্রাচ্য(সৌদি আরব ও মিশর) সফর শেষে পিডিপি ভাইস প্রেসিডেন্ট মৌলবি ফরিদ আহমেদ বিমান বন্দরে সাংবাদিকদের বলেন তথাকথিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহম্মদ ভারতের সহায়তায় এখন লেবাননের বৈরুত সফরে আছেন। তার সফর সঙ্গী হিসাবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেহমান সোবহান এবং পশ্চিম পাকিস্তানী ছাত্র নেতা তারিক আলী। তারা বৈরুতে আমেরিকান ইউনিভার্সিটির ছাত্রদের উদ্দেশে বক্তৃতা দেয়ার প্রচেষ্টায় ছিলেন কিন্তু তা তারা পারেননি। তিনি বলেন পূর্ব পাকিস্তানীরা দেশ প্রেমে অটল তারা কখনও গুটি কয়েক বিচ্ছিন্নতাবাদীর দ্বারা বিভ্রান্ত হবে না। তিনি বলেন দেশের গুরুতর এই সঙ্কট সমাধান না হওয়া পর্যন্ত তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন। ভারতীয় বাহিনী ৯ জানুয়ারী থেকে সিমান্তে ১ লাখ সৈন্য সমাবেশ করেছিল মুজিবের স্বাধীনতা ঘোষণার পরবর্তী আমন্ত্রন পাওয়ার সাথে সাথে তারা পূর্ব পাকিস্তানে প্রবেশের অপেক্ষায় ছিল।