You dont have javascript enabled! Please enable it! 1971.07.07 | কিসিঞ্জারের ভারত সফর - সংগ্রামের নোটবুক

৭ জুলাই ১৯৭১ঃ কিসিঞ্জারের ভারত সফর

মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের নিরাপত্তা বিষয়ক সহকারী হেনরি কিসিঞ্জার এক সংক্ষিপ্ত সফরে ভারত আসেন। বিমান বন্দরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ কিটিং তাকে স্বাগত জানান। বিমান বন্দরে কিছু সংখ্যক বিক্ষোভকারী মার্কিন বিরোধী শ্লোগান দেয়। পরে কিসিঞ্জার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পররাষ্ট্র মন্ত্রী সরণ সিং এর সাথে বৈঠক করেন। বৈঠকে ভারত যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয় পাকিস্তানে যুক্তরাষ্ট্র অস্র সরবরাহ অব্যাহত রাখলে পূর্ব পাকিস্তানে রাজনৈতিক সমাধান সম্ভব হবে না। কিসিঞ্জার সরন সিং বৈঠক প্রায় দুই ঘণ্টা চলে। কিসিঞ্জার ইন্দিরা গান্ধীকে মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের একটি পত্র হস্তান্তর করেন। গতমাসে অস্র সরবরাহের তথ্য ফাসের পর ইহাই দুই দেশের মধ্যে শীর্ষ বৈঠক।