৬ জুলাই ১৯৭১ঃ পশ্চিম জার্মান প্রতিনিধিদলের অভ্যর্থনা কেন্দ্র ও দক্ষিন পশ্চিম সীমান্ত সফর।
২ সদস্য বিশিষ্ট পশ্চিম জার্মান প্রতিনিধিদল গভর্নর টিক্কা খানের সাথে সন্ধ্যায় সাক্ষাত করেন। সকালে জার্মান প্রতিনিধিদল যশোর সফর করেন। পরে তারা ঝিনাইদহ নিয়ে গিয়ে দুয়েকটি অভ্যর্থনা শিবির দেখেন। সেখানে তারা কিছু শরণার্থীদের সাথে আলাপ আলোচনা করেন এবং ভারতে তারা কি অবস্থায় ছিলেন তার খোঁজখবর নেন। এসকল শরণার্থীদের বেশীর ভাগই ছিলেন সংখ্যালঘু। পরে তারা বেনাপোল সফর করেন। সেখানে তাদেরকে ভারতীয় চরদের হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দেখানো হয়। উল্লেখ্য বেনাপোলে মেজর মেঘ সিং এবং মেজর হাফিজের ১ ইস্ট বেঙ্গল প্রতিনিয়ত পাক অবস্থানের উপর হামলা করতেন।