You dont have javascript enabled! Please enable it! 1971.07.06 | ভারতে পশ্চিম পাকিস্তানী সাতক্ষীরার মহকুমা প্রশাসকের কারাদণ্ড  - সংগ্রামের নোটবুক

৬ জুলাই ১৯৭১ঃ ভারতে পশ্চিম পাকিস্তানী সাতক্ষীরার মহকুমা প্রশাসকের কারাদণ্ড 

পাকিস্তান ভারতে আটক সাতক্ষীরার মহকুমা প্রশাসকের কারাদণ্ড দেয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে। সাতক্ষীরার মহকুমা প্রশাসক খালিদ মাহমুদ মার্চের গোলযোগের সময় ভারতে পালিয়ে গিয়েছিলেন। পাকিস্তান বলেছে তিনি কোন অপরাধী নহেন তিনি ইচ্ছাকৃত কোন আইন লঙ্ঘন করেননি। মানবিকতার খাতিরে ভারতের উচিত তার স্বদেশ প্রত্যাবর্তনের সুযোগ করে দেয়া। কিন্তু তারা তা না করে তার বিচারের বেবস্থা করে এবং ১০ জুন তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করে। পাকিস্তান এর আগে ২১ মে ভারতকে একই অনুরোধ জানিয়েছিল।