বাঙলাদেশের আন্দোলন সম্পর্কে চিলিসহ লাতিন
আমেরিকার অন্যান্য দেশের আশাব্যঞ্জক মনােভাব প্রকাশ
নয়াদিল্লী, ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ আন্দোলনের প্রতি চিলিসহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশ আশাব্যঞ্জক মনােভাব দেখিয়েছে। ইউ এন আই জানাচ্ছে, চিলির রাষ্ট্রপতি শ্রী সালভাদর আলেন্দে এবং আরাে তিনটি দেশের নেতৃবৃন্দ বাঙলাদেশ সরকারের পক্ষ থেকে যে কোন বেসরকারী প্রতিনিধিদলকে তাদের দেশে স্বাগত জানাতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। এছাড়াও লাতিন আমেরিকার দেশগুলি বাঙলাদেশ সমস্যার সমাধানের জন্য রাষ্ট্রসংঘের যে কোন ব্যবস্থাকে সমর্থন প্রতিশ্রুতি দিয়েছে। কেন্দ্রীয় পরিবহন, জাহাজ ও সংসদীয় বিষয়ক মন্ত্রী শ্রীরাজ বাহাদুর তাঁর লাতিন আমেরিকা সফরের অভিজ্ঞতা বর্ণনা প্রসঙ্গে আজ এ কথা জানান। তিনি আরাে জানিয়েছেন যে, শরণার্থী সমস্যায় ভারত যেভাবে জড়িয়ে পড়েছে ঐ দেশগুলি তা বিশেষভাবে উপলব্ধি করেছে ও সহানুভূতি দেখিয়েছে। এই প্রসঙ্গে শ্রীআলেন্দের কথা উল্লেখ করে শ্রীরাজ বাহাদুর বলেন, শ্রীআলেন্দে শরণার্থীদের ব্যাপারে ভারতের ধৈর্য্যের উচ্চ প্রশংসা করেছেন। শ্রীরাজ বাহাদুর বাঙলাদেশ সমস্যার বিষয়ে লাতিন আমেরিকার বিভিন্ন রাষ্ট্রের নেতাদের সঙ্গে আলােচনা করেন এবং এই বিষয়ে সমস্যার প্রকৃত তাৎপর্যের কথা তাদের বুঝিয়ে বলেন সমস্যাটি যে ভারত পাকিস্তানের মধ্যে বিরােধের বিষয় নয় বা এটি আদৌ এখন আর পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপার নয় শ্রীরাজ বাহাদুর এটা পরিষ্কার করে বলেছেন। পূর্ব বাঙলায় “ যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে কয়েকজন রাষ্ট্রনেতা অভিমতও প্রকাশ করেছেন। শ্রীরাজ বাহাদুর বলেন, ঐ নেতৃবৃন্দ কর্তৃক পূর্ব বাঙলায় যুদ্ধ পরিস্থিতির স্বীকৃতির ফলে বাঙলাদেশের স্বীকৃতির সুবিধা হতে পারে। শ্রীরাজ বাহাদুর ২৫ দিন ধরে লাতিন আমেরিকার আর্জেন্টিনা, চিলি, পেরু, ভেনিজুয়েলা, ব্রাজিল ও ইকুয়েডর সফর করেন।
সূত্র: কালান্তর, ২৮.৯.১৯৭১